রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বহুলীতে “স্বপ্নসারথী” দলের বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত !

                            বহুলীতে "স্বপ্নসারথী" দলের বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ! - দেশ জার্নাল

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ সদর  উপজেলার বহুলী  ইউনিয়নের বহুলী  গ্রামে “স্বপ্নসারথী” দলের ২৫ জন কিশোরীদের নিয়ে প্রথম মাসের সেশন  (আমরা শক্তি আমরা বল পর্ব-১) জীবনদক্ষতা প্রশিক্ষণ উন্নয়ন সেশন অনুষ্ঠিত  হয়।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৩ টায়  বহুলী গ্রামে বহুলী স্কুল মাঠ সংলগ্ন  মজিদ তালুকদারের বাড়ীতে  উক্ত সেশন টি পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার  (সেলপ),  মো: মাসুদ রানা  উক্ত সেশনে আলোচ্য বিষয়ঃ১. দল ও দলের গুরুত্ব ২.নিজেকে জানি জীবন গড়ি ৩.কাছের মানুষ খুঁজে  বের করি ও তাঁদের সাথে সু সম্পর্ক গড়ে তুলি।সেশনের মাধ্যমে কিশোরীরা নিজেকে জানলো এবং লক্ষ্য নিধারণ করলো,  তারা দলে থাকার গুরুত্ব বুঝলো। তারা কাছের মানুষ খুঁজে বের করে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার উপায় খুঁজে পেল। তারা নিজেরা শপথ করে নিজেরা বাল্যবিয়ের স্বীকার হবে না এবং অন্য কাউকে বাল্যবিয়ে হতে দেবে না। উক্ত সেশনে বহুলী ইউনিয়ন পরিষদের সদস্যা  শিরিন বেগম।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----