শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

 

দেশ জার্নাল ডেস্কঃ
সুপার টুয়েলভের সব উত্তেজনা যেন জমেছিল শেষ দিনের জন্য। শেষ দিনে সুযোগ ছিল চারটি ভেতর যেকোনো দুটি দলের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। লড়াইয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। সকালে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখে নেদারল্যান্ডস। আর দক্ষিণ আফ্রিকার বিদায়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। আর সমীকরণ দাঁড়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার জয়ী দল সরাসরি ভারতের সঙ্গে সেমিতে জায়গা করে নেবে।

এমন সমীকরণ সামনে রেখে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেও মিডল অর্ডারের বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় মাত্র ১২৭ রানের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধীর গতিতে রান তুললেও শেষ দিকে এসে মোহাম্মদ হারিসের ঝড়ো ইনিংসে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। তাতেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হয়। আর পাকিস্তান টিকিট কাটে সেমিফাইনালের।

সো/আ

 

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----