উজ্জ্বল অধিকারী: বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। শনিবার (১৩ জুলাই) বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২৫০ জন নিউরোসার্জন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। এদিকে ডা. শফিকুল ইসলাম চিকিৎসা সেবাদানকারী এ সংগঠনের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার খবর তার গ্রামের বাড়ি রুপসী সহ সিরাজগঞ্জ জেলা জুড়ে ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোষ্ট করেছেন বহু শুভাকাঙ্খী। এনায়েতপুর প্রেসক্লাবের সাংবাদিক, ব্যবসায়ী, সেচ্ছাসেবী সংগঠন, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুধি জনেরা শুভেচ্ছা -ভালবাসা জানিয়েছেন। এছাড়াও সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন অধ্যাপক ডা. মো. শফিউল আলম।
ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মনসুর আহম্মেদ, সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. রকিবুল ইসলাম, প্রেস এন্ড পাবলিকেশন ডা: আহসান মোহাম্মদ হাফিজ। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।