বায়ুদূষণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পরিবেশমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ সরকার বায়ুদূষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল সোমবার (৩ জুন) রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত ‘সেভ ইউয়োর ব্রিদ : পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইমপারেটিভস’ শীর্ষক এ সেমিনারে এ কথা জানান মন্ত্রী। সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বায়ূদূষণের কারণে মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি হিসেবে বিকল্প জ্বালানি ব্যবস্থা পাওয়ার পরিকল্পনা করছে। ‘বায়ুদূষণ মোকাবিলা কোনো একটি মন্ত্রণালয়ের বিষয় নয়’ উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, এটি সামষ্টিকভাবে মোকাবিলা করতে হবে। সেমিনারে আলোচকরা বলেন, বাংলাদেশে প্রতিবছর অক্টোবরে বায়ুর গুণগত মান খারাপ হয়ে জানুয়ারিতে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এই জটিল চ্যালেঞ্জের জন্য বহুমুখী সমাধান প্রয়োজন বলে মনে করেন তারা।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।