প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
![]()
সায়েম খান, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎ স্পৃষ্ট মাসুদ রানা (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিন জইল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ঐ এলাকার মৃত.হামিদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা নিজ এলাকায় বাড়ির সামনে দীর্ঘদিন যাবৎ মুদি মালামালের ব্যবসা করে আসছিল। হঠাৎ রবিবার সকালে দোকানে পিছনে পানির মোটর নষ্ট হয়। সে মোটর মেরামত করতে গেলে কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দোকানে থাকা তার ভাগিনা রবিন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.