রংপুর প্রতিনিধি: বাংলাদেশ বেতারের সকল স্তরের শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও প্রাপ্ত সম্মানীর শতকরা ১০ ভাগ উৎস কর প্রথা বাতিলের দাবিতে আজ রংপুরে শিল্পী সমাজ মানববন্ধন করেছে। আজ দুপুরে স্থানীয় টাউন হলের সামনে বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথ ভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক লেখক মনোয়ারা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বিপ্লব প্রসাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, ডা. মফিজুল ইসলাম মান্টু, সংগীতশিল্পী নজরুল ইসলাম চাঁদ, রনজিত রায়, সুবল মহন্ত, ও কবি মনজিল মুরাদ লাভলু,এলাহী ফারুখ, শুনিল কুমার সরকার ও এ্যাডভোকেট মাসুম হাসান।
বক্তারা বলেন, বর্তমানে বেতার শিল্পীদের যে সম্মানী দেয়া হয় তা খুবই নগন্য। এর থেকে শতকরা ১০ ভাগ উৎসে কর কর্তনের ফলে শিল্পীরা যে সম্মানী পান তা কোনো ভাবে সম্মান জনক নয়৷ তারা অবিলম্বে বেতার শিল্পীদের সম্মানজনক পর্যায়ে বৃদ্ধি এবং উৎসে কর বাতিলের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।