মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার রাত ১১:৪০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্হ বারোপোতা বাজার জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আকবর আলী (৪২), পিতা-মোঃ ফকির আহমেদ, গ্রাম-হরিশ্চন্দ্রপুর, থানা- শার্শা তার নিকট হইতে মোট-৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল, মোট ওজন-৫০০০ মিঃলিঃ, মূল্য অনুমান-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, উদ্ধার পূর্বক থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে বারপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় আসামী মোঃ আকবর আলীর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।