প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
বেলকুচিতে ঈদের মাঠ থেকে লাশ হয়ে ফিরলো শিশু নাজিয়া
![]()
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদের মাঠে গিয়ে অটোভ্যানের ধাক্কায় নাজিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নাজিয়া কল্যাণপুর গ্রামের নূর হোসেনের মেয়ে। বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ঈদের মাঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাজিয়া। এসময় আঞ্চলিক সড়ক পাড়ি দিতে গেলে একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, অটোভ্যান দূর্ঘটনার শিশু মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এই ঘটনায় যে শিশু মারা গিয়েছি তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.