শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় 

উজ্জ্বল অধিকারী: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে বেলকুচি উপজেলা প্রশাসন ও  মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, জনপ্রতিনিধি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ প্রমূখ। উল্লেখ্য আগামীকাল মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে মাইকিং, ব্যানার ফেষ্টুন, র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরাসহ মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করা হবে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----