উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, শোক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিমুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে খাবার বিতরণ হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.