উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্দনগাঁতী গ্রামের শ্রী শ্রী মদন মোহন সেবা সদনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা।
সংগঠনের সভাপতি হেমেন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন, দিলীপ সরকার প্রমূখ। উপজেলা শাখার সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক নিমাই চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেকশনে বৈদ্যনাথ রায়কে সভাপতি ও অমৃত নারায়ন দে কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।