উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি: আমিনুল ইসলাম সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকালে পৌর এলাকার গাড়ামাসী শ্রীমন্মহাপ্রভুর আখড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি কুমার মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের নব-নিবার্চিত চেয়ারম্যান ইঞ্জি: আমিনুল ইসলাম সরকার।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামানিক, গাড়ামাসী শ্রীমন্মহাপ্রভুর আখড়ার সাবেক সাধারন সম্পাদক মুকুল চন্দ্র মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য সুব্রত কুমার পাল (এস পাল), পৌর কমিশনার জুলফিকার মাহমুদ শিপন, তারেক সরকার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাশেদুল হাসান জিন্নাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সহ-সভাপতি বিমল সরকার, প্রচার সম্পাদক বিপ্লব শীল, সাংগঠনিক সম্পাদক পংকজ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.