প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ
বেলকুচিতে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উজ্জ্বল অধিকারী: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৩ জুন) সকালে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যলয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ প্রামানিকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: আমিনুল ইসলাম সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না আওয়ামীলীগ, যুবলীগ, যুবমহিলালীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে কেক কাটা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.