উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বেলকুচি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় মন্দির বসুন্ধরা শ্রী শ্রী মদন মোহন সেবা সদনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শাখার সভাপতি বৈদ্য নাথ রায় ও সাধারণ সম্পাদক ডা: অমৃত নারায়ণ দে।এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সাহা, দ্বীপেন্দ্র নাথ সাহা, উত্তম কুমার সাহা, অলোক চৌধুরী, অনুপ কুমার সাহা, প্রদীপ মিত্র, বিমল সরকার, পরিতোষ সরকার, সুশীল মিত্র, নিশিত ভদ্র, পলাশ সাহা, পাপ্পু সাহা, সাংবাদিক নারায়ন মালাকার, উজ্জ্বল অধিকারী প্রমুখ। উল্লেখ্য উপজেলার বেশ কয়েকটি মন্দির প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.