বেলকুচিতে সাংবাদিক সবুজ সরকারের জন্মদিন পালন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ১লা জুন সাংবাদিক সবুজ সরকারের ৩০তম জন্মদিন। ১৯৯৪ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড শেরনগর গ্রামের সরকার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা একজন ব্যবসায়ী ও মা গৃহিণী। তাদের দুই সন্তানের মধ্যে তিনি ছোট। সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের পত্রিকার বেলকুচি প্রতিনিধি সবুজ সরকারের ৩০তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (০১ জুন) তাঁর জন্মদিন উপলক্ষে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বেলকুচি প্রেসক্লাবের সদস্য ফারুক সরকার, পৌর কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সাম্পাদক জহুরুল ইসলাম, দপ্তার সম্পাদক আবু মুসা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, টুটুল শেখ, আব্দুর রাজ্জাক বাবু, সাইফুল ইসলাম।
সাংবাদিক সবুজ সরকার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সোহাগপুর এসকে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়’ থেকে ২০১০ সালে এসএসসি ও ‘বেলকুচি সরকারী কলেজ’ থেকে ২০১২ সালে এইচএসসি, এর পর ঢাকা তেজগাঁও কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, মাস্টার্স শেষ করেন। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল তাঁর। একজন নির্ভীক সাংবাদিক হিসেবে বহু প্রতিকূল অবস্থার মধ্যেও ন্যায় ও সত্যের পথ বেছে নিয়ে তিনি সাংবাদিকতা পেশাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন। নীতির প্রশ্নে কখনো আপোস করেননি।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।