উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের রানা প্রামানিককে নৃশংস ভাবে হত্যাকান্ডের ঘটনার মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। শুক্রবার (২৮জুন) সকালে উপজেলার চর গোপালপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা। এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিমুল আলম, নিহতের ভাই রিনা প্রামানিক, মা ফিরোজা বেগম, স্ত্রী সনি খাতুন, ছেলে গোলাম রাব্বী প্রমুখ বক্তব্য দেন।উল্লেখ্য, ২০ জুন সকালে উপজেলার চর গোপালপুর মধ্য পাড়া এলাকায় সেচ পাম্প বসানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র সন্ত্রাসী দলের হামলায় নিহত হন রানা প্রমানিক (৪০)। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, নিহতের ঘটনায় মামলার পর চার আসামীকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.