প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ৪:১২ অপরাহ্ণ
ভুলেও সঙ্গীকে টাকা ধার দেবেন না, টিকবে না সম্পর্ক
![]()
সংবাদের আলো ডেস্ক: আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল অর্থ। ভাব, ভালোবাসা, আদর যতই থাক না কেন টাকা ছাড়া সব অচল। টাকা ছাড়া কোনও সম্পর্কই টেকে না। কথায় আছে, টাকা যায় বন্ধুত্ব করতে, ফেরে বিবাদ হওয়ার পর। সংসারে অশান্তি থেকে দুই বন্ধুর ঝামেলা-সবেরই নেপথ্যে কিন্তু থাকে টাকা। শুধু তাই নয় ভাগাভাগি করে কিছু করতে গেলেও অশান্তি হয়। ধরা যাক, প্রথম তিনদিন এক বন্ধু অন্যজনকে খাওয়ালেন, কিন্তু তারপর যদি অন্যজন না খাওয়ান তাহলে অশান্তি হতে বাধ্য। একে একজন মানুষের অভ্যাস আছে অন্যের থেকে টাকা ধার নেওয়া।

কিন্তু পরবর্তীতে কিছুতেই তা ফেরত দিতে চান না। আবার সেই টাকা চাইতে গেলেও বিপত্তি। শুধু তাই নয়, এখন এমন অনেক খবর শোনা যায় যেখানে স্রেফ টাকার জন্য একজন অন্যজনকে খুন করে ফেলতেও দ্বিধা করছে না। পারিবারিক অশান্তি থেকে দাম্পত্যে অশান্তি ভিলেন কিন্তু সেই টাকা। আর তাই দেখে নিন ঠিক কোন কোন কারণের জন্য বিশেষজ্ঞরা টাকা ধার না দেওয়ার কথা বলেছেন। সম্পর্কের উপর চাপ তৈরি করে: যদি কোনও কারণে কোনও মানুষ সত্যিই টাকার সমস্যায় পড়েন এবং এতে তাঁর ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাহায্য করবেন।
আপনার পক্ষে যতটা সম্ভব। কিন্তু যদি দেখেন যে সেভাবে সমস্যা নেই একপ্রকার জোর করেই দিতে হচ্ছে তাহলে কিন্তু সাবধান। কারণ পরবর্তীতে এর থেকেই সম্পর্কে চাপ সৃষ্টি হয়। বিরক্তি আসে: যদি কেউ সত্যিকারের সমস্যায় পড়ে সাহায্য চান তাহলে ঠিক আছে, কিন্তু যদি ঘন ঘন কেউ ১০, ২০ টাকা চান, টাকা নেই টাকা নেই বলে নাকি কান্না কাঁদেন তাহলে সত্যিই বিরক্তিকর। দিনের পর দিন এরকম হলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য। সম্পর্কে ভারসাম্য থাকে না: সঙ্গীকে যদি এভাবে ঘন ঘন টাকা ধার দিতে হয় তাহলে কিন্তু সম্পর্কে ভারসাম্য থাকে না।

অজান্তেই খারাপ ব্যবহার, কুমন্তব্য এসব চলে আসে। ফলে নানা জটিলতা তৈরি হয়। মনে সব সময় উদ্বেগ থাকে: সকলেই যথেষ্ঠ কষ্ট করে উপার্জন করেন। আর তা যখন চাপে পড়ে কাউকে দিতে হয় দিনের পর দিন তাহলে একটা মানসিক চাপ থাকেই। সব সময় টাকা দিলেই যে সমস্যার সমাধান হয়, সময়ে টাকা ফেরত পাওয়া যায় এমন নয়। বাজে খরচার অভ্যাস তৈরি হয়: যদি নিয়মিত সঙ্গীর জন্য খরচা করেন, তাঁকে টাকা ধার দেন তাহলে তাঁর মধ্যেও বাজে খরচার অভ্যাস পেয়ে বসবে। কারণ অকারণে টাকা নষ্ট করতে নেই। সকলেরই সঞ্চয় শেখা উচিত। দিনের পর দিন ধার নিলে একসময় আপনিও খেই হারিয়ে ফেলবেন। টাকা ফেরত দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি হবে, সেই সঙ্গে তৈরি হবে আর্থিক চাপ। সূত্র: এইসময়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.