আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে টায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাম্মৎ নার্গিস বেগম, ভূঞাপুর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, চেয়ারম্যান দিদারুল আলম মাহবুব, চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, যুবলীগ নেতা পাকের আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ উপজেলার সকল ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ছোট মনির বলেন, আমি ভূঞাপুরে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি, এছাড়াও যমুনার দুর্গম চরাঞ্চলে বিদ্যুত এনে দিয়েছি । যমুনা নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ করেছি । তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
ভূঞাপুর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।