আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলামের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানির রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, ভূঞাপুর থানার এস আই মোঃ ফরিদ আহমেদ , দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, কাজী জহুরুল ইসলাম, রমারাণী ভৌমিক, আসাদ খান, রোকসানা আক্তার প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।