প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
ভূঞাপুরে খাবারে নেশা দ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় দুধর্ষ চুরি, অসুস্থ্য-৩
![]()
আখতার হোসেন খান, ভঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের ভঞাপুরে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এক প্রধান শিক্ষকের বাসায় শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এতে চোরচক্র বাসার আলমারি ভেঙে নগদ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায়। নেশা দ্রব্য মেশানো খাবার খেয়ে শিক্ষকসহ তার পরিবারের তিনজন অসুস্থ্য হয়ে পড়ে। শনিবার (৪ মে) সকালে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কালিহাতী) সার্কেল মো. শরিফুল হক ও ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা গ্রামের মো. মতিয়ার রহমানের বাসায় এ ঘটনা ঘটে। তিনি নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অসুস্থ্যরা হলেন- প্রধান শিক্ষক মতিয়ার রহমান (৫৬), তার ছেলের বউ দোলন (২৮) ও মেয়ে মারিয়া জাহান মুন্নী (২২)। অসুস্থ্য মারিয়া জাহান বলেন, শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ১০ টার মধ্য আমিসহ আমার বাবা ও ভাবি খাবার শেষে নিজ নিজ রুম ঘুমাতে যাই। অন্যান্য দিনে আমরা টিভি বা মোবাইল দেখে ১২ টার দিকে ঘুমিয়ে পড়ি। কি সেদিন রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩ টার দিকে বাসায় শব্দ হলে ঘুম ভেঙে যায়। পরে কয়েকজন লোক রুমে প্রবেশ করে মেরে ফেলার ভয় দেখিয়ে বাসায় লুটপাট করে।
মতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, গত রাতে বাবা, ছোট বোন ও আমার স্ত্রী রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায় ও আমিও ঘুমিয়ে পড়ি। পরে ভোরে ঘুম ভাঙলে দেখি বাবা, ছোট বোন ও স্ত্রী তিনজন অসুস্থ্য হয়ে পড়েছে এবং বাসার সবকিছু এলোমেলো। পরে ডাক-চিৎকারে বাবাকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয় এবং বোন ও স্ত্রীকে বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। সহকারী পুলিশ সুপার (কালিহাতী) সার্কেল মো. শরিফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.