ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে মো. আকছেত ফকির রাসেল (৩২) নামে এক বাক-প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও রাসেল বাড়ি না ফেরায় পাগলপ্রায় স্বজনরা। বাক প্রতিবন্ধী রাসেল ফকির উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল উত্তরপাড়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে খাবার খেয়ে বের হয় রাসেল এবং প্রতিদিন বাড়ি ফিরলেও এদিন আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোনো সন্ধান পায়নি তার পরিবার। নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট করা হয়েছে।নিখোঁজ রাসেলের মামা খালিদ হাসান ও বখতিয়ার জানান, রাসেল জন্ম থেকেই বাক-প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কানেও শোনে না। রাসেল নিখোঁজের আজ ১০ দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান পাচ্ছি না। এরআগেও সে বেশ কয়েক বার হারিয়ে ছিল। দু’একদিন পরে সে একাই বাড়ি ফিরেছিল। তারা আরও বলেন, রাসেলের বাবা নেই। শুধু মা বেঁচে আছে এবং রাসেলের কোনো ভাই-বোন নেই। প্রতিবন্ধী হওয়ায় ভবঘুরে ছিল। নিখোঁজ হওয়ায় ওর মা ঠিকমতো খাওয়া-দাওয়াও করছেন না। ছেলে নিখোঁজ হওয়ায় পাগলপ্রায় মা ও স্বজনরা। রাসেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করছেন স্বজনরা।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, নিকরাইল এলাকার রাসেল নামে এক বাক-প্রতিবন্ধী ভারসাম্যহীন যুবক নিখোঁজের বিষয়ে শুনেছি। এর আগেও বেশ কয়েকবার সে নিখোঁজ হয়েছিল এবং বাড়ি ফিরে আসে। তবে, নিখোঁজের বিষয়ে এখনো কোনো জিডি করেনি পরিবারের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।