আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্ল্যাহ । বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া, আজিজুল হক আজিজ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সরকারি-বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ প্রদর্শন, শহীদ আব্দুল কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।