ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় বিভিন্ন শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) মুশাররফ স্যার-রেখা সুপার মার্কেটস্থ প্রতিভা যুব ও ছাত্র সংগঠন কার্যালয়ে শীতার্ত দরিদ্রদের মাঝে ৬০ পিস কম্বল বিতরণ করা হয়।
প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন, যায়যাদিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, কামরুজ্জামান তালুকদার, প্রভাষক মো. সামছুল হক সবুজ, আব্দুল আলীম আকন্দ, ফ্রেন্ডস ফোরামের সভাপতি মিজানুর রহমান, ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক হাসান ছরোয়ার লাভলু, কবি মামুন তরফদার, রেজওয়ানুল করিম রানার, শাহ আলম খান প্রমুখ। এসময়ে ইপস্থিত ছিলেন, মোহন টিভির সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হৃদয়, সাংবাদিক খায়রুল খন্দকার, কাজল সূত্রধর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।