আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: রাস্তা পারাপারকালে এক শিশুকে বাঁচাতে গিয়ে খাদে পড়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমকে বহনকারী গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এমপি ছোট মনিরকে গোপালপুরে শুভেচ্ছা জানিয়ে ভূঞাপুরে ফিরছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমসহ তার সফরসঙ্গীরা। পথিমধ্যে পাঁচটিকরী পৌঁছলে একটি শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এসময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম বলেন, ‘এমপি ছোট মনিরকে শুভেচ্ছা জানিয়ে গোপালপুর থেকে ফেরার পথে পাঁচটিকরীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। এতে খাদে পড়ে যায় গাড়ি। আল্লাহর রহমতে আমি এবং গাড়িতে থাকা গাড়ি চালকসহ অন্যান্যরা প্রাণে রক্ষা পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।