নিজস্ব প্রতিবেদকঃ
রায়পুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মিজানুর রহমান। ভোটের দিন ২৮ জুন ২০২৫ (শনিবার) কে সামনে রেখে তিনি নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং তাঁর অমায়িক ব্যবহার ও বিনয়ী আচরণে ইতোমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন।
প্রার্থী মোঃ মিজানুর রহমান দীর্ঘ ২০ বছর যাবত ব্যবসা করছেন রায়পুর বাজারে। তিনি বিসমিল্লাহ টাইলসের স্বত্বাধিকারী এবং একজন সৎ, সফল ও নীতিবান ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ী সমাজে সুপরিচিত। নির্বাচনী প্রচারণায় তিনি ভোটারদের সামনে তুলে ধরছেন কীভাবে সততা ও নিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জন করা যায়।
ব্যবসায়ীদের অনেকেই বলছেন, "মোঃ মিজানুর রহমান শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের আশা-ভরসার প্রতীক। তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিই বাজারের উন্নয়নের জন্য দরকার।"
রায়পুর বাজারের উত্তর মাথা থেকে শুরু করে প্রতিটি ভোটারকেই তিনি পৌঁছে দিচ্ছেন তাঁর বার্তা—“একটি সৎ ও শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে দিন আমাকে সুযোগ, সমৃদ্ধ হোক আমাদের প্রিয় রায়পুর বাজার।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।