বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মদনে তীব্র শীতে বাড়ছে ডায়রিয়া – নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা, এক শিশুর মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: তীব্র শীতের কারণে নেত্রকোনার মদনে প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়ার আক্রান্ত শিশুর সংখ্যা। ১-৫ বছর বয়সী শিশুদের পাশাপাশি নবজাতকরাও এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে নিউমোনিয়া আক্তান্ত শিশুর সংখ্যাও। গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৯ মাসের এক শিশুর মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু।

এতে নিম্ন আয়ের অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিশুদের মধ্যে এ রোগের প্রাদুভার্ব দেখা দিয়েছে। বুধবার দুপুরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। প্রতিদিনেই রোগীর সংখ্যা বাড়ছে।

বাঘমারা থেকে আসা রুজি আক্তার জানান, গত ৬ দিন আগে আমাদের গ্রামের তামীমের ৯ মাসের শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে। আমার তিন বছরের ভাতিজা ডায়রিয়া আক্রান্ত হলে দুই দিন ধরে হাসপাতালে আছি। আরেক ভাতিজা দুই দিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এ নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।

মদন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ঘোষ বলেন, প্রচন্ড শীতের কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতি দিনেই নতুন নতুন রোগী আসছে। তবে দুই তিনদিন চিকিৎসা নেয়ার পর বেশির ভাগ শিশু সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর খবর আমি পায়নি।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----