প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
মদনে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার !
![]()
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেত্রকোনার মদনে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে শনিবার দুপুরে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আতাউল হক হিমেল।
বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাত্রা শুরু করে। কিন্তু সমাবেশ যাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে না পারে এর জন্য পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে গ্রেফতারকান্ড চালায়। এই গ্রেফতারকাডে মদন-কেন্দুয়া সড়ক থেকে মদন উপজেলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান,‘তারুণ্যের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করে। সমাবেশে যাওয়ার পথে আমার ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আমি এই গ্রেফতারকান্ডে তীব্র নিন্দা জানাই।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান,‘আওয়ামীলীগের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনার মামলার ৬ আসামি ও হেরন বিল নিয়ে সংঘর্ষের ২ আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শনিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.