প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
মদন উপজেলার ক্ষুদে রাহিয়ান এবার দাবায় সিলেট বিভাগের চ্যাম্পিয়ন !
![]()
রাহিয়ানের পিতা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুনামগঞ্জের প্রথম শ্রেণির ঠিকাদার।। তার পিতা মাইদুল ইসলাম মামুন মা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি।
মা প্রভাষক শাহিনা চৌধুরী রুবি বলেন, এমন সংবাদ শোনে আমার ও আমার পরিবারের সবার ভাল লাগছে। খুবই খুশীর খবর বলার অপেক্ষা রাখে না। আল্লার কাছে আমি অনেক শুকরিয়া আমার ছেলে আজ দাবায় বিভাাগীয় চ্যাম্পিয়ন। আমার ছেলে যেন মানুষের মত ৃমানুষ হতে পারে এমনটা প্রত্যাশা করছি।
পিতা মাইদুল ইসলাম খান বলেন,সুনামগঞ্জে মায়ের কর্ম থাকায় সেখানে সে বড় হয়েছে। রাহিয়ান ছেটকাল থেকেই মেধাবী। আমার ছেলে এবার দাবায় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছেলের জন্য সবার কাছে দেয়া চাই। আমি আশা করছি আমার ছেলে জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.