বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহান বিজয় দিবস উপলক্ষে রায়পুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া


‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর মনির আহমেদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল,পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব,সহকারী সেক্রেটারী ফজলুল করিম প্রমুখ।

‎বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিটের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দেশজার্নাল/এস.এম

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----