মাগুরায় সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিহত
সংবাদের আলো ডেস্ক: মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার (০৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের পারনানন্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাব্বির বাড়ি পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়। বেলা সাড়ে ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিচালক মহসিন উদ্দিন জানান, দুপুর আনুমানিক ১২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
রবিবার সকাল থেকেই শহরে কোটা সংস্কার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে অবস্থান নেয় আন্দোলনকারীরা। মাগুরা শহরের ভায়না মোড়, ঢাকাররোড, পারনান্দুয়ালী, চৌরঙ্গী মোড়সহ শহরের অলিগলিতে আওয়ামী পন্থী নেতাকর্মীরা, বিএনপি পন্থী নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দফায় দফায় ভাংচুর ও গুলির ঘটনা ঘটে।
এখনো মাগুরা শহরের পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। মুহূর মুহূর গুলির শব্দ আর ভাংচুরের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।