জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক জাপানি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিরকে উৎখাত করা হয়। এর পর থেকে জান্তাবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল রয়েছে পুরো মিয়ানমার। এই বিক্ষোভ রূপ নিয়েছে সশস্ত্র সংগ্রামে। বিক্ষোভ ও সংঘাতের জেরে মিয়ানমারে ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকটে পড়েছে দেশটির অর্থনীতিও। গত মাসের শুরুর দিকে মিয়ানমারে সোনা ও বৈদেশিক মুদ্রার কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক করা হয় ৩৫ জনকে। তাদের মধ্যে বিদেশে আবাসন কেনাবেচার এজেন্টও ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।