বৃহস্পতিবার, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মোবাইল সিমের ভ্যাট ১০০ টাকা বাড়বে

সংবাদের আলো ডেস্ক: মোবাইল ফোনের সিমকার্ডের ওপর বর্তমানে ২০০ টাকা ভ্যাট আছে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই হার ১০০ টাকা বা ৫০ শতাংশ বাড়িয়ে ৩০০ টাকা করা হতে পারে। এ ছাড়া মোবাইল ফোনে কথা বলা-ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ফোনে কথা বলায় ও ইন্টারনেট ব্যবহারে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত আছে। এ ক্ষেত্রে ৫ শতাংশ বাড়তে পারে সম্পূরক শুল্ক। বাজেটে এসব পরিবর্তনের ফলে মোবাইল গ্রাহকদের গুনতে হবে বাড়তি টাকা। তবে শুধু মোবাইল ফোনেই নয়, আরো অনেক জায়গায় ব্যয় বাড়বে সাধারণ মানুষের।এক থেকে ৫০ ওয়াটের এলইডি বাল্ব এবং ১৮ থেকে ৩৬ ওয়াটের টিউব লাইটের ভ্যাটহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। সেই সঙ্গে আমসত্ত্ব, বিভিন্ন রকম জুসের (আম, আনারস, পেয়ারা, তেঁতুল) ভ্যাটহার একইভাবে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে সিগারেটের রোলিং পেপারের ভ্যাট ৭.৫ শতাংশ, এমিউসমেন্ট ও থিম পার্কের ভ্যাট ৭.৫ শতাংশ, নিলামকৃত পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ, সিকিউরিটিজ সার্ভিসে ১০ শতাংশ ও কন্ট্রাক্টর সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট বহাল আছে। এসব বেড়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।’ সম্পূরক শুল্কের ক্ষেত্রে কার্বোনেটেড বেভারেজে এখন ২৫ শতাংশ নির্ধারিত আছে। এটা বেড়ে ৪৫ শতাংশ হতে পারে। সিগারেটের ওপর বর্তমানে স্তরভেদে ৫৮ শতাংশ থেকে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারিত থাকলেও এই হার উল্লেখযোগ্যভাবে সব ক্ষেত্রেই বৃদ্ধি করা হচ্ছে।এ ছাড়া মূল্যস্তরেও পাঁচ থেকে ১০ টাকা বাড়বে। এর আগে কোনো অর্থবছরেই একসঙ্গে সর্বস্তরে সম্পূরক শুল্ক বাড়ানো হয়নি। ইলেকট্রনিক খাতের মধ্যে রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনে ভ্যাটহার ৫ শতাংশ বাড়ানো হতে পারে। তবে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য সামনে রেখে ল্যাপটপের আমদানি শুল্ক কমানো হচ্ছে। বর্তমানে ল্যাপটপ আমদানিতে মোট করভার ৩১ শতাংশ। এটা কমে হতে পারে ২০.৫০ শতাংশ। এ ছাড়া নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ এবং সব ধরনের ফলসহ ৩০টি পণ্যের উৎস কর ২ শতাংশ থেকে ১ শতাংশ করা হতে পারে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----