যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে চার লাখ টাকা জরিমানা
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার খাসপুকুরিয়া এলাকার জাকির হোসেন ও তবারক আলী।
চৌহালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে যমুনা নদীর খাসপুকুরিয়া অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই বালু কারবারিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। যমুনা নদীর পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু কারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে এসময় খাসপুকুরিয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।