প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
রংপুরে অঞ্জলিকা-র জমজমাট কবিতা অনুষ্ঠান
![]()
রংপুর প্রতিনিধি: রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট কবিতা অনুষ্ঠান । কবিতা আড্ডা নামের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ । অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি মো: শাহাদৎ হোসেন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু , অধ্যাপক শাহ আলম, লেখক আনোয়ারুল ইসলাম রাজু , কবি আজহারুল ইসলাম আল আজাদ ,কবি হাই হাফিজ জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ ও লেখক এম এ ফাত্তাহ ।
কবিতা আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, হেলেন আরা সিডনী, নাহিদা আখতার, জাকিয়া সুলতানা চৈতী, রুমানা শারমিন , সাহিনা সুলতানা, জিন্নাতুন নাহার, এমাদ উদ্দিন আহমেদ , আহসান হাবিব রবু, মোরশেদ সারওয়ার জুয়েল, জেনিফার এলি, শাহ আলম, সেলিনা সাত্তার শেলী, মুসাফা আখতার, সুমাইয়া বিনতে সিফাত শুধু, মনিরুজ্জামান, আল আমিন সমাপ্ত, মোকতার হোসেন প্রমুখ । কবিতা আড্ডায় গান গেয়ে শোনান, রওশন আরা সোহেলী, ডাঃ সর্মপিতা ঘোষ তানিয়া, মাকসুদার রহমান মুকুল , মাহমুদা আকতার মিলা । কবিতা আড্ডা উপস্থাপন করেন সাংবাদিক কবি মাহবুবুল ইসলাম ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.