রংপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যালের পুরুষ্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: রংপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে খেলবো মোরা সবাই, মিলবো মোরা সবাই এই স্লোগানকে নিয়ে রংপুর শেখ রাসেল ইনডোন স্টেডিয়ামে ২৪ দল নিয়ে জমকালো আয়োজন করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছিমা জামান ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আল আমিন।
ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা আলম বনি, সদস্য সচিব রংপুরের পর পর ৬ বার শ্রেষ্ঠ করদাতা ও রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসন। বুধবার সন্ধ্যায় ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা সাবেক এমপি। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো: আল আমিন, আরএমসি শপিং কমপ্লেক্সের সভাপতি জয়নাল আবেদীন, কবি সাহিত্য ও লেখক এবং প্রাক্তন ছাত্র রানা মাসুদ, সুমি গ্রুপের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরুষ্কার বিতরণের আগে রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসনাত রিফাতের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নৈশভোজের মধ্যে দিয়ে আনুষ্টান শেষ। দুটি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ১৯৯৬ ব্যাচ ও ২০০২ ব্যাচ। ১৫০ রান করে চ্যাম্পিয়ন ১৯৯৬ ব্যাচ। এদিকে আরেকটি ফাইনালে ২০১৩ ব্যাচের সঙ্গে ২০১৯ ব্যাচ। চ্যাম্পিয়ন হয়েছেন ২০১৯ ব্যাচ।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।