রাউজানে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙমাটি মহাসড়কে বালু ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আব তৈয়ব (৪৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ৮নম্বর ওয়ার্ডের গোদারপাড় এলাকার সায়ের মোহাম্মদের ছেলে। বুধবার রাত ১০টায় রাউজান উপজেলা সদর জলিল নগর এলাকার আমানিয়া হোটেলের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
জানা যায়,নিহত সিএনজি চালক তৈয়ব গাড়ি রেখে আমানিয়া হোটেলে চা-নাস্তা পান করতে সড়ক পার হচ্ছিল।
এ সময় সামনে থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে সেই প্রাণ হারায়।রাউজান হাইওয়ে থানার ইনচার্জ এস.আই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে। তবে রাউজান থানা মামলা হয়েছে।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।