রাউজানে মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: মায়ের শয়ন কক্ষে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে লোহার পাত দিয়ে খেলতে গিয়ে মারুফ হোসেন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১০টায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরব ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশু মারুফ ওই এলাকার আল আইন প্রবাসী মো. বাবরের ছেলে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশু মারুফের মা ইয়াছমিন আকতার ও দাদি লায়লা বেগমসহ আহাজারি করছেন। তাদের আহাজার আর বিলাপে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মা ইয়াছমিন আকতার বলেন, আমি রাতের খাবার খেয়ে ছেলেকে শয়ন কক্ষে যায়।ছেলে খেলতে খেলতে আমার চোখ লেগে আসে, হঠাৎ উঠে দেখি আমার ছেলে বিচানায় নেই। বিচানার নিচে মাল্টিপ্লাগের পাশে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। আমি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা আমার কক্ষে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়।
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।