প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
রাউজানে হিন্দু সম্প্রদায়ের মনসা পূজা উদযাপিত
![]()
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উদযাপিত হয়েছে। রাউজান পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার পুজা মন্ডপে অনুষ্ঠিত হয় এই পুজা। আরতি, পূজা, পাঠা বলি, বিভিন্ন ফলফলাদি বলি, পূতি পাঠ সহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে এই পূজা উদযাপন করেন হিন্দু ধর্মালম্বীরা।
নোয়াপাড়া ননী দফাদারের বাড়ির পূজা মন্ডপে সরজমিনে গিয়ে দেখা যায়, মন্ডপে নারী শিশু সহ ভক্তরা উৎসব মুখর পরিবেশে এই পূজা পালন করছেন অন্যদিকে মন্ডপ প্রাঙ্গণে, জয় মা বিষহরি সংঘের স্বেচ্ছাসেবকরা বলির প্রস্তুতি নিচ্ছেন।
মানুষের মনের পশু দমনের জন্য হিন্দুরা এই দেবীর উদ্দেশ্য পাঠা, কচ্ছপ, হাঁস, বিভিন্ন ফল ফলাদি বলি দিয়ে থাকেন। আবার অনেক হিন্দুরা পাঠা বলি দেন না।তারা বিভিন্ন ফল ফলাদি দিয়ে মনসা দেবীর পূজা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.