প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে মিলাদ মাহফিল
![]()
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার ব্যবস্হাপনায় রশিদর পাড়া শাখার কার্যালয়ে পবিত্র শোহাদায়ে কারবালা ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) স্বরণে তাওয়াল্লাদে গাউছিয়া মিলাদ মাহফিল, সংগঠনের অভিষেক অনুষ্ঠান এবং জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম, তকরীর করেন মওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, রাউজান উপজেলা খ" জোনের সমন্বয়ক মওলানা মহিম উদ্দীন মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক নাজিম উদ্দীন কালু, টিটন বৈদ্য, শাহাদাত হোসেন সাজ্জাদ, আহমদ হোসেন সেলিম, মুহাম্মদ নাছির উদ্দীন, এমদাদ হোসেন রিপন, আনোয়ার সওদাগর, মোহরম৷ মিয়া, মওলানা নিজাম উদ্দিন, হাফেজ আহমদুল রহমান ফয়েজ, জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উপদেষ্টা মুহাম্মদ ফোরকান চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.