শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎রায়পুরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ ‎

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
‎লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক জমির চারপাশে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
‎অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাখালিয়া গ্রামের আলী আহম্মদ ও জহির গংকে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের স্থিতাবস্থার (স্ট্যাটাস কো) আদেশ থাকা সত্ত্বেও সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিতে বাউন্ডারি নির্মাণ শুরু করেন আলী আহম্মদ ও তার সহযোগীরা। এতে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

‎ভুক্তভোগী শেফালী বেগম জানান, “আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তারা জোর করে আমাদের জমি দখল করছে। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি।”
‎তিনি প্রশাসন ও আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎আদালতের আদেশ অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছিল। আদালত সতর্ক করে জানিয়েছে—শান্তি-শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বগা রাখালিয়া মৌজার সিএস ৩০৯, আরএস ১৭২১ ও নামজারি জমাখারিজ ২০৩০ নম্বর খতিয়ানভুক্ত ৫ দশমিক ৫০ ডিঙা জমি।
‎ভূমির চারদিকের সীমানা উত্তরে কবরস্থান ও মসজিদ, দক্ষিণে হেলালের বাগানবাড়ি, পূর্বে প্রথম পক্ষের বসতঘর এবং পশ্চিমে জাকির হোসেনের নাল-ডোবা রকম ভূমি।

‎এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি সহিংস আকার ধারণ করতে পারে।

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আদালতের আদেশ ক্রমে ওই জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  যদি কেহ এই আদেশ অমান্য করে তাহলে, আদালতের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----