রায়পুরে ইয়াবাসহ যুবক মোঃ মামুন আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ১৩০ পিস ইয়াবাসহ মো: মামুন নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের পশ্চিম কেরোয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকৃত মামুন একই গ্রামের মৃত মনির আহমেদের ছেলে ও মাদক ব্যবসায়ী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
আটক মোঃ মামুনের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
দেশ জার্নাল / সো আ
দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।