প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চাল বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার ১০নং রায়পুর ও ৯নং চর আবাবিলসহ কয়েকটি ইউনিয়নে জি আর চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেদ আরমান, উপজেলা পিআইও কর্মকর্তা আশিক রহমানসহ ছাত্রপ্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, ১০টি ইউনিয়নে ১৫ কেজি করে ১০ হাজার পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হচ্ছে। স্বচ্ছভাবে বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়ন মনিটরিংয়ে উপস্থিত থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 দেশ জার্নাল. All rights reserved.