শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে জমি দখলের অভিযোগে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে একটি অসহায় পরিবার সংবাদ সম্মেলন করেন
৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেনের পরিবার।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে রায়পুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ হইতে লিখিত বক্তব্যে অভিযোগ এনে ফারুক হোসেন বলেন, তার মামা মিজানুর রহমান ভুলু পাটোয়ারীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বিরোধ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও ভুলু পাটোয়ারী প্রভাব খাটিয়ে জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, মামলার বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীগণ তার ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে ৪০টি সিম গাছ, ৪০টি সৌসিন্দা গাছ, ৩৫টি পেঁপে গাছসহ বিভিন্ন সবজি গাছ ও প্রায় ৭০০টি চারা গাছ নষ্ট করে দেন। এতে প্রায় ১,৮০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাকে হত্যা চেষ্টা করে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়াও, জমিটির বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন সহমতভাজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

অভিযুক্ত মিজানুর রহমান ভুলু পাটোয়ারী ফোনে এ অভিযোগ অস্বীকার করে বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। জমি নিয়ে বিরোধ থাকলেও বিষয়টি আদালতে বিচারাধীন।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশ জার্নাল/সোআ

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----