
রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া গণসংযোগ করেছেন।
সোমবার বিকাল থেকে তিনি সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকাসহ আশপাশের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি এলাকার মানুষের খোঁজ-খবর নেন এবং জামায়াতের উন্নয়ন ভাবনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
স্থানীয় এক দোকানদার বলেন, “আমরা শান্তি চাই, উন্নয়ন চাই। যদি তিনি নির্বাচিত হয়ে মানুষের পাশে থাকেন, তাহলে আমাদের এলাকার ভাগ্য বদলাবে।”
এক তরুণ ভোটার জানান, “যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আমরা এমন নেতৃত্ব চাই, যারা বেকারত্ব ঘোচাতে কার্যকর পদক্ষেপ নেবেন।”
এক প্রবীণ ব্যক্তি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা জীবনে অনেক কিছু দেখেছি। এখন চাই, সৎ মানুষ ক্ষমতায় আসুক, যারা সত্যিকারের জনগণের কথা বলবে।”
গণসংযোগে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, “আপনাদেরা দোয়া ও সমর্থন নিয়েই আমরা নির্বাচনী মাঠে আছি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
এস.এম/দেশ জার্নাল
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।