নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮ টার দিকে পৌর শহরের০১ নং ওয়ার্ডস্থ পূর্বলাছ খেজুর তলা মোয়াজ্জেমের বাড়ি তসলিম মিয়ার সেমি পাকা টিনের পরিত্যক্ত ঘর থেকে পুলিশ পরীর মরদেহ উদ্ধার করে।জানা যায় সে পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার আলোনীয়া গ্রামের চরমুরারি এলাকার শাহ আলম মোল্লা ও ফুলমতির সন্তান।
স্হানীয়রা জানায়, ঐদিন বিকেল ৫ টায় হিজড়া দলের মেঘলা(৩৫) চট্টগ্রাম থেকে রায়পুর থানাধীন, রায়পুর
পৌরসভার ০১ নং ওয়ার্ডস্থ পূর্বলাছ খেজুর তলার
বাড়ীতে এসে পরী হিজড়ার মোবাইল ফোনে কল
দিয়ে না পেয়ে তার ভাড়া বাসায় ডাকাডাকি করে
দরজা নক করলে ভিতর থেকে দরজা লক করা দেখে
জানালা খুলে দেখে ভিতরে পরীর পরিহিত ওড়না দ্বারা
ঘরের আড়ার সাথে ফাঁস দিয়া ঝুলে আছে দেখে শোর
চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং
বিষয়টি রায়পুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ
এসে পরীর ঝুলন্ত লাশ করা হয়েছে। লাশের পচন
ধরায় দূর্গন্ত বেরুচ্ছে। পুলিশের ধারণা দুই দিন আগে
পরীর মৃত্যু হয়েছে।
এস.এম/দেশ জার্নাল
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।