সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎রায়পুরে প্রবাসীর বসতবাড়ি ও দোকানে হামলা, ভাংচুর ও বল পূর্বক গ্রহন

লক্ষ্মীপুরপ্রতিনিধিঃ

‎লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী জসিমউদ্দিনের বাড়িতে মধ্যে রাতে দেশী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা ভাঙচুর নগদ অর্থ ও স্বর্ণালংকার বল পূর্বক গ্রহনের অভিযোগ উঠেছে ইমতিয়াজ আরিফ গং এর বিরুদ্ধে । হামলা ও বল পূর্বক গ্রহন চলাকালে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে।

‎(১৭)মে শনিবার দিবাগত  রাত অনুমানিক সাড়ে বারোটায় রায়পুর পৌরসভা মধুপুর সাকিনের পৌর ০৫নং ওয়ার্ডস্থ শ্রমিক বিড়ির ফ্যাক্টরীর উত্তর পার্শ্বে দোকানের ভিতরে ও বসতঘরে হামলা- ভাংচুর ও বল পূর্বক গ্রহনের অভিযোগ ইমতিয়াজ আরিফ গং এর বিরুদ্ধে।

‎ভোক্তভোগী পরিবার জানায় রাত সাড়ে বারোটার সময় ইমতিয়াজ আরিফ সহ একদল সন্ত্রাসী বাহিনি আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর এবং বল পূর্বক অর্থ ও স্বর্ণালংকার গ্রহন করেন ।এতে সফি উল্যা (৭০)গুরুতর অহত হয়,সন্ত্রাসী ও চাঁদাবাজ গন পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেআইনি ভাবে দলবদ্ধ হইয়া একই উদ্দেশ্য সাধনকল্পে হাতে দা, ধারালো চেনি, পিস্তল, চাইনিজ কুড়াল, রামদা ও হামার নিয়া আমাদের মালিকীয় দখলিয় বসতঘরের সম্মুখে দোকানের সার্টার ভাংচুর করিয়া দোকানের ভিতরে প্রবেশ করিয়া মালামাল ভাংচুর করিয়া দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করে। দোকানের ভিতরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই লক্ষ টাকার মালামাল নিয়া যায়। সকল সন্ত্রাসী  বসতঘর ও দোকান সংযুক্ত দেওয়াল ভাঙ্গিয়া বসতঘরে প্রবেশের পূর্বে আমরা জরুরী সেবা ৯৯৯ এ ফোন করি। উক্ত ওয়াল ভাংচুর করিয়া বসতঘরের ভিতরে প্রবেশ করিয়া শান্তা আক্তার ও লাইলি বেগমকে  মাথায় অস্ত্র তাক করিয়া ওয়ারড্রফ ভাংচুর করিয়া ড্রয়ার খুলিয়া নগদ পাঁচ লক্ষ টাকা বল পূর্বক গ্রহন করে, ঐ টাকা আমার সমিতি থেকে তুলেছি।বাড়ির কাজ করার জন্য। অপর ড্রয়ার খুলিয়া পরিবারের ব্যবহৃত সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার বল পূর্বক গ্রহন করে , যাহার বর্তমান বাজার মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা। বসতঘরের ভিতরে আসবাবপত্র, দেওয়াল, পাকঘর, টয়েলেটসহ আন্যান্য জিনিসপত্র ভাংচুর করিয়া দশ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। আমার পরিবারের সদস্যদের যেখানে পাইবে সেখানে প্রানেহত্যা করিয়া লাশণ্ডম করিয়া ফেলিবে মর্মে হুমকি ধমকি ভয়ভীতি প্রদর্শন করে। ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল যাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সকল সন্ত্রাসী ও চাঁদাবাজরা দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে রায়পুর থানা পুলিশ ২ জনকে আটক করে,আমরা এর সঠিক বিচার চাই।

‎অভিযুক্ত ইমতিয়াজ আরিফের সাথে এই বিষয়ে মুঠোফোন (01823-906360)যোগাযোগ করার চেষ্টাকরলেফোন বন্ধ থাকায়, কোন বক্ত নেওয়া সম্বব হয়নি।

‎রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পুলিশ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি তদন্ত চলমান রয়েছে।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----