শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ‎

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের রায়পুরে সুমন হোসেন নামে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

‎ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবগা গ্রামের আজগর আলী বেপারীর বাড়িতে।



‎পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবুল হোসেনদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জায়গা দখল ও চলাচলের পথ বন্ধ করা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে তাদের বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।


‎“বাবা হাসপাতালে ভর্তি, মা হাসপাতালে বাবার কাছে ছিলেন। এ সুযোগে আমাদের অনুপস্থিতিতে ডাকাতদল আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রবাসী সুমনের পাসপোর্ট, জমির দলিল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।”



‎ভুক্তভোগী খুশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,
‎“আমার সব শেষ হয়ে গেছে। স্বর্ণ, টাকা, পাসপোর্ট, জমির দলিল—সব ডাকাতরা নিয়ে গেছে। আমার ছেলে বিদেশে, তার পাসপোর্টও নেই। আমি আর কোথায় যাবো, কাকে ধরবো? আমি সরকারের কাছে বিচার চাই।”


‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,“এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


‎ডাকাতির এ ঘটনায় গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বিরোধ ও সংঘাতকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটতে পারে। দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

দেশ জার্নাল বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----