এস.এম জাকির হোসাইন
লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম হয়েছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে পাঠানো হয়েছে।
আহত নিশা (১২) পঞ্চম ও রাফসি আহসান (১০) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিশা ওই এলাকার বকসি বাড়ির খোকা সিকদার ও রাফসি একই বাড়ির মোঃ রনির মেয়ে। বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ পল্লী বিদ্যুতের খোলা লাইনে লেগে এ দূর্ঘটনা ঘটে।
কাসেম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিদ্যালয়ের ছাদের পাশ দিয়ে বৈদ্যুতিক তারের মেইন লাইন। অসাবধানতাবশত দুই শিক্ষার্থী বৈদ্যুতিক লাইনের কাছে পৌঁছায়। পরে তাদের একজন লাইনটি স্পর্শ করলে অপরজন ছাড়াতে যায়। এতে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু বলেন, ‘শিশু দুজনের শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে হাতে গুরুতর জখম হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছাদে সব সময় তালা দেওয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের সঞ্চালনা তারটি গেছে। ঘটনার সময় চিৎকার শুনে গিয়ে তাদেরকে আমরা উদ্ধার করি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল আলম
নির্বাহী সম্পাদক : মোঃ হারুনুর রশিদ
ব্যাবস্থাপনা সম্পাদক : এস এম জাকির হোসাইন
যুগ্ম সম্পাদক : তানভীর হাসান
মোবাঃ 01811-605212, 01763-592492, 01826-406770
ই-মেইল - dailydeshjournal@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : জনতা সুপার মার্কেট-২য় তলা, মেইন রোড, রায়পুর, লক্ষ্মীপুর।