নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের তুলাতলী নূরানী মাদ্রাসা মাঠে ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাহার উদ্দিন মেম্বার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম।
আরও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও বাহার মেম্বারের একমাত্র ছেলে নিরব আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরমান হোসেন, জাহিদ হাসান, আলমগীর হোসেন আবির, মো. জহিদ হাসান, ফরহাদ ইসলাম, জাবেদ হোসেনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন ওয়ার্ড বিএনপির কমিটি নির্বাচনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এই মতবিনিময় সভায় সকল প্রার্থীরা নিজেদের প্রার্থীতার ঘোষণা দেন এবং ওয়ার্ডের ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ওয়ার্ড সভাপতি বাহার উদ্দিন মেম্বার নিজেকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ঘোষণা করেন। তিনি বলেন, “বিগত দিনে আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে মাদক নির্মূলসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, তবে আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
সভা শেষে সকলের মঙ্গল কামনা করেন ও বিশেষ ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
দেশ জার্নাল / সো আ
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.