রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাট্য আয়োজনে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইমরান খান। পরে থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়াসহ মুক্তিযোদ্ধা সংসদ, রায়পুর হাসপাতালসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে শহীদ মিনার এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এসময় আরোও রায়পুর উপজেলার বিএনপি ও রায়পুর পৌর বিএনপিসহ যুবদলের এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দেশ জার্নাল / সো আ
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 দেশ জার্নাল. All rights reserved.